Vastushastra is one of the main branches of astrology. - civilengineer friend

SSC JE 2019 QUESTIONS AND ANSWERS

civilengineer friend

Civilengineer friend no one website Civil engineering Subjects tutorial Learn Civil Engineering online Building construction Building material Bricks Cement Concrete technology Irrigation engineering R.C.C. Structure design Limit State Method Working Stress method Strength of material SFD and BMD Surveying Theory of structure Architects I Engineers I Developer Assure Quality With Excellence

test banner

Thursday, 23 May 2024

Vastushastra is one of the main branches of astrology.

 Vastushastra is one of the main branches of astrology. It is seen that many people are not getting rid of the problem even after the trial and remedy. The amount of debt is increasing, there are conflicts with neighbors, children are disobeying their parents, the complexity of work is increasing day by day. Loss of money or overspending. There are problems with banks, insurance. One disease after another in the family. Stealing, robbing. 


That's why I think the person will be benefited more if his Vastu is remedied with proper remedies through Jataka or Jatika's koshti judgment. We know that Vastu judgment mainly deals with 8 aspects but according to Mahavastu or Red Book it is divided into 16 regions. 

Below are the 16 zones or regions of the CA. The 16 zones are further divided into 5 sub-theories. For example: 1. Water theory, 2. Air theory, 3. Fire theory, 4. Earth theory and 5. Sky theory. 

Each theory has certain colors. Color is very important. In Vastu, if the color of one Tattva is in another Tattva or if there is an object of opposite color, that zone will give bad results. Again according to the aspect of Vastu, there are lord planets of the aspect, ie North = Mercury, East = Jupiter, East = Sun. , Agni ko= Venus, South direction= Mars and Nairita ko= Rahu, West direction= Saturn and Vayu ko= Moon. Center space = Ketu.

Names of 16 zones are as follows: 1. North 2. North-North East 3. North East or East 4. East-North East 5. East 6. East-South East 7. South East or Agni 8. South-South East 9. South 10. South - South West 11. South West or Nairi 12. West - South West 13. West 14. West - North West 15. North West or Bayukone and 16. North - North West. The 16 zones are divided into 5 theories. 

16 No. + 1 No. + 2 No. + 3 No. = Zones of water theory and their color is blue. 4 No.+5 No.+6 No. Zone = Air theory and their color is green.7 No.+8 No.+9 No. Zone= Fire theory, their color is red.10 No.+11 No.+15 No. Zone=Earth theory, their color is yellow.12 No.+13 No.+14 No. Zone = Akasha Tattva and their color is white.

Now let's come to the judgment, what is the judgment from the 16 zones and what can be the problem if the zones are not balanced.

1. North side: On the side of our financial resources, getting opportunities from all sides, for those who do business, new clients, goods orders, etc. are judged. If there is opposite color in this area, there is a bathroom, there is any object of color other than blue color then this zone becomes weak. Then the above fruits become inauspicious results. You can keep the idol of Dhankubar deity.

2. North-North East: If this zone has problems, it does not want to leave the family with diseases, suffer from mental diseases, can also have diseases like cancer, diabetes. You can keep pictures of springs with mountains, the effect of blue color will be more.

3. North East or East corner: If there is a problem in this zone, the family will have to spend the day worrying about children, liver, stomach problems, digestive disorders, loss of rank and money. If this corner has a bathroom, kitchen, apart from Tagore house, then this zone is weak. becomes You can chant Jupiter seed mantra 108 times daily.

4. East - North East: If this zone has problems, there is no joy and happiness in the family. There is no creative power inside the person. It becomes unstable, cannot focus on any work.

5. East: If this zone has problems, there will be disagreements with neighbors and people in the society, there will be no ties of respect and cooperation. Father's illness will increase, many people will not want to have children. Business will slow down. .

6. East-South East: If this zone has problems, anger increases suddenly, mood can be irritable, there is no such thing as anger. Eye problems, headaches, insomnia.

7. South East or Agni corner: If this zone is weak, money will be blocked, large sums of money will be lost in one's own mind, theft, electronic equipment will be damaged, if there is a pond, there may be death by drowning. Husband and wife will have quarrels. There is fear of fire. In any case there should be no place of water so it is pond or water tank. Car accidents are also seen. You can light a picture of a pair of red horses or a red bulb.

8. South-South East: If this zone has a problem, people's confidence decreases, there is noise about land, disagreements with brothers and sisters, the mind does not sit in meditation. You can keep a picture of a pair of rabbits. 

9. South: If there is a problem in this zone, people's respect and fame are not earned, they do not get results according to their merits, they are delayed in getting established, they do not get promotion, all their talents remain dormant. You can keep a picture of a red elephant. 

10. South-South-West: If this zone has a problem, the cost of people's money increases, the amount of debt increases, fraternal conflict becomes extreme, blood pressure, bloody suffering may occur.

11. South West or Nairit Kon: If this zone has a problem, family turmoil, marital discord can go to extreme levels, if there is a pooja house or there are more than one picture, husband or wife can get involved in alienation. Relationship with everyone can be damaged, work efficiency decreases. Children do not want to be married. Can keep love birds.

12. West - South West: If there is a problem in this zone 

The child's mind does not sit in the study, there is a problem in saving, the mind will not sit easily in any work, it will take unnecessary time to gain knowledge or learn something, to know. This is a suitable place to keep books.

13. West direction: This direction is the place of success for people of all professions, so if the place is inauspicious, you will fail to fulfill all your hopes and dreams. May be. The amount of loss in business increases. There will be no fountains with only pictures of mountains.

14. West - North West: If there is a problem in this zone, people's mental fatigue will be surrounded, laziness will be created in work day by day, any work will be successful in more than one attempt. 

15. North West or Vayu Kon: If this zone is a problem, there will be financial crisis in the family, noise will be created in the work of bank, insurance or association, it will be more difficult to pay the loan as it is difficult to take a loan. Bathrooms, kitchens, appliances, electric meters should not be kept in this zone. You can keep a pair of white horses.

16. North-North West: If there is a problem in this zone, people will hate people, husband or wife may get involved in adultery, may indulge in illegal activities, may be affected by sexually transmitted diseases.

জ্যোতিষ শাস্ত্রের অন্যতম প্রধান একটা অংশ হল বাস্তুশাস্ত্র। কোষ্ঠি বিচার করে প্রতিকার করার পরও দেখা যায় অনেকে সমস্যা থেকে মুক্তিই পাচ্ছে না। ঋণের মাএা বেড়েই চলেছে, প্রতিবেশির সহিত দ্বন্দ সংঘাত লেগেই আছে, সন্তান পিতা মাতার অবাধ্য হচ্ছে, কর্মে জটিলতা দিন দিন বেড়েই চলেছে। অর্থহানী বা অতিরিক্ত খরচ হচ্ছে। ব্যাংক,বিমা নিয়ে সমস্যা হচ্ছে।পরিবারে একের পর এক রোগব্যধি লেগেই আছে। চুরি, ছিনতাই হচ্ছে।

এজন্য জাতক বা জাতিকার কোষ্ঠি বিচারের মাধ্যমে সঠিক প্রতিকার সহ তার বাস্তুর প্রতিকার করলে আমার মনে হয় ব্যক্তিটি বেশি উপকৃত হবেন।আমরা জানি বাস্তু বিচারে প্রধানত ৮ টি দিক বিচার হয়ে থাকে কিন্তু মহাবাস্তু বা লাল কিতাব অনুসারে ১৬ টি অঞ্চলে ভাগ করা হয়েছে।
নিন্মে চিএে ১৬ টি জোন বা অঞ্চল সুন্দর ভাবে দেওয়া আছে। ১৬ টি জোনকে আবার ৫ টি তত্ত্বে ভাগ করা হয়েছে। যেমন ঃ১.জল তত্ত্ব, ২.বায়ু তত্ত্ব, ৩.অগ্নি তত্ত্ব,৪.পৃথিবী তত্ত্ব ও ৫.আকাশ তত্ত্ব।
প্রতিটি তত্ত্বের নির্দিষ্ট কালার বা রং আছে। রং টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।বাস্তুতে এক তত্ত্বের রং অন্য তত্ত্বে থাকলে বা বিপরিত রঙের কোন বস্তু থাকলে সেই জোনটা খারাপ ফল দিতে থাকে।আবার বাস্তুর দিক অনুসারে দিকের অধিপতি গ্রহ রয়েছে অর্থাৎ উত্তর দিক=বুধ গ্রহ,ঈশান কোন=বৃহস্পতি,পূর্ব দিক=রবি,অগ্নি কোন= শুক্র,দক্ষিণ দিক=মঙ্গল ও নৈঋত কোন=রাহু, পশ্চিম দিক=শনি এবং বায়ু কোন = চন্দ্র। কেন্দ্র স্থান = কেতু।
১৬ টি জোনের নাম যেমন ঃ১.উত্তর ২.উত্তর -উত্তর পূর্ব ৩.উত্তর পূর্ব বা ঈশান ৪.পূর্ব -উত্তর পূর্ব ৫.পূর্ব ৬.পূর্ব-দক্ষিন পূর্ব ৭.দক্ষিণ পূর্ব বা অগ্নি ৮.দক্ষিণ-দক্ষিণ পূর্ব ৯.দক্ষিণ ১০.দক্ষিণ -দক্ষিণ পশ্চিম ১১.দক্ষিণ পশ্চিম বা নৈঋত ১২.পশ্চিম -দক্ষিণ পশ্চিম ১৩.পশ্চিম ১৪.পশ্চিম -উত্তর পশ্চিম ১৫.উত্তর পশ্চিম বা বায়ুকোন ও ১৬.উত্তর -উত্তর পশ্চিম। ১৬ টা জোনকে ৫টি তত্ত্বে ভাগ করা হয়েছে।
১৬ নং+১নং +২নং+৩ নং=জোন গুলো জল তত্ত্বের এবং এদের রং নীল। ৪নং+৫নং+৬নং জোন= বায়ু তত্ত্ব এবং এদের রং সবুজ।৭নং+৮নং+৯নং জোন= অগ্নি তত্ত্ব, এদের রং লাল।১০ নং+১১ নং+১৫ নং জোন=পৃথিবী তত্ত্বের, এদের রং হলুদ।১২নং+১৩নং+১৪নং জোন = আকাশ তত্ত্বের এবং এদের রং সাদা।
এবার আসি বিচার ধারায়, ১৬ টি জোন থেকে কি বিচার হয় এবং জোন গুলো ব্যালেন্স না থাকলে কি কি সমস্যা হতে পারে।
১.উত্তর দিকঃ উওর দিকে আমাদের অর্থ সম্পদের দিক, সকল দিক থেকে সুযোগ সুবিধা পাওয়া, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন client, মালের অর্ডার প্রভৃতি বিচার হয়ে থাকে। এ অঞ্চলে যদি বিপরীত রং থাকে, বাথরুম থাকে, নীল রং বাদে অন্য রঙের কোন বস্তু থাকে তাহলে এই জোনটা দুর্বল হয়ে যায়।তখন উপরের ফল গুলো অশুভ ফলে পরিনত হয়।ধনকুবের দেবতার মুর্তি রাখতে পারেন।
২.উত্তর -উত্তর পূর্ব ঃএই জোনটা সমস্যা থাকলে পরিবারে রোগব্যাধি ছাড়াতে চায়না,মানসিক রোগে ভুগতে হয়,ক্যান্সার,ডায়াবেটিস এর মত রোগও হতে পারে।পাহাড় সহ ঝর্ণার ছবি রাখতে পারেন নীল রঙের প্রভাব বেশি থাকবে।
৩.উত্তর পূর্ব বা ঈশান কোণঃএই জোনটা সমস্যা থাকলে সেই পরিবারে সন্তান চিন্তায় দিন পার করতে হয়,লিভার,পাকস্থলীর সমস্যা হয়,হজমের গোলমাল হয়,পদমর্যাদা হানী সহ অর্থহানী হয়।এই কোণটা ঠাকুর ঘর ব্যতিত যদি বাথরুম, রান্নার ঘর থাকে তাহলে এই জোনটা দুর্বল হয়ে যায়। বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন।১০৮ বার প্রতিদিন।
৪.পূর্ব -উত্তর পূর্ব ঃএই জোনটা সমস্যা থাকলে পরিবারে কোন আনন্দ, উল্লাস থাকে না।মানুষের ভিতরে সৃষ্টি শক্তি থাকে না।অস্থির হয়ে পড়ে , মনোযোগ দিতে পারে না কোন কাজে।
৫.পূর্ব দিকঃএই জোনটা সমস্যা থাকলে প্রতিবেশি ও সমাজের মানুষের সহিত মতবিরোধ তৈরি হয়,সম্মান যশ,সহযোগিতা কোন টাই থাকে না।পিতার রোগের মাএা বৃদ্ধি পায়,অনেকের সন্তান হতে চায় না।ব্যবসায় মন্দা দেখা দেয়।সূর্য দেবের ছবি বা সবুজ বাল্ব জালাতে পারেন।
৬.পূর্ব -দক্ষিণ পূর্ব ঃএই জোনটা সমস্যা থাকলে হঠাৎ রাগজেদ বেড়ে যায়,মেজাজ খিটখিটে হতে পারে,আন্দ বলে কিছু থাকে না।চোখের সমস্যা হয়,মাথা যন্ত্রণা,নিদ্রাহীনতায় ভোগে।
৭.দক্ষিণ পূর্ব বা অগ্নি কোণঃএই জোনটা দুর্বল থাকলে অর্থ আসার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায়, মোটা অংকের টাকা নিজের বুদ্ধিতে নষ্ট হয়,চুরি হয়,ইলকট্রোনিক্স যন্ত্রপাতি নষ্ট হয়,পুকুর থাকলে সেখানে জলে ডুবে মারা যেতে পারে।স্বামী স্ত্রীর মধ্যে জগড়া বিবাদ লেগে থাকে।আগুনের ভয় থাকে।কোন মতেই জলের কোন স্থান যেন না থাকে তাই সেটা পুকুর বা পানির ট্যাংক।গাড়ি দুর্ঘটনা ঘটতেও দেখা যায়। লাল রঙের জোড়া ঘোড়ার ছবি বা লাল বাল্ব জালাতে পারেন।
৮.দক্ষিণ -দক্ষিণ পূর্ব ঃএই জোনটা সমস্যা থাকলে মানুষের আত্মবিশ্বাস কমে যায়,ভূসম্পত্তি নিয়ে গোলমাল তৈরী হয়,ভাই বোনের সহিত মতবিরোধ তৈরি হয়, মেডিটেশন এ মন বসে না।জোড়া খরগোশের ছবি রাখতে পারেন।
৯.দক্ষিণ দিকঃ এই জোনটা সমস্যা থাকলে মানুষের সম্মান, যশ খ্যাতি পায় না,কর্মে যোগ্যতা অনুযায়ী ফল সে পায় না,প্রতিষ্ঠা পেতে দেরি হয়,প্রচার পায় না, তার সকল প্রতিভা সুপ্ত থেকে যায়।লাল হাতির ছবি রাখতে পারেন।
১০.দক্ষিণ -দক্ষিণ পশ্চিম ঃএই জোনটা সমস্যা থাকলে মানুষের অর্থ খরচের মাএা বৃদ্ধি পায়, ঋণের মাএা বাড়তে থাকে,ভ্রতৃবিরোধ চরম আকার নেয়,রক্তচাপ,রক্তদুষ্ট পীড়া হতে পারে।
১১.দক্ষিণ পশ্চিম বা নৈঋত কোন ঃএই জোনটা সমস্যা থাকলে পরিবারে অশান্তি, দাম্পত্য কলহ বিবাদ চরম পর্যায় যেতে পারে,পূজা ঘর থাকলে বা একাধিক কোন ছবি থাকলে স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়তে পারে।সকলের সাথে রিলেশন নষ্ট হতে পারে,কাজে দক্ষতা হ্রাস পায়।সন্তানের বিবাহ হতে চায়না। লাভ বার্ড রাখতে পারেন।
১২.পশ্চিম -দক্ষিণ পশ্চিম ঃএই জোনটা সমস্যা থাকলে
সন্তানের পড়ালেখায় মন বসে না,বাঁধা আসে সঞ্চয় করে রাখার ক্ষেত্রে, কোন কাজে সহজে মন বসবে না,অযথা সময় লাগবে জ্ঞান অর্জন করতে বা কোন কিছু শিখতে,জানতে।বই রাখার উপযুক্ত স্থান এটি।
১৩.পশ্চিম দিকঃসকল পেশার মানুষের এই দিকটা সাফল্য লাভের স্থান তাই স্থানটি অশুভ থাকলে সকল আশা আকাঙ্ক্ষা পূরনে ব্যর্থ হবেন।পদোন্নতি হতে বাঁধার সম্মুখীন হতে হবে , প্রচার পাবেন না কাজের, পাবেন না কোন স্বীকৃতি।চাকরি পেতেও কষ্ট হবে,রোগ শোক, অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে।ব্যবসায় লসের মাএা বৃদ্ধি পায়। শুধু পাহাড়ের ছবি সাথে কোন ঝর্ণা থাকবে না।
১৪.পশ্চিম -উত্তর পশ্চিম ঃএই জোনটা সমস্যা থাকলে মানুষের মানসিক অবসাদ ঘিরে ধরবে, দিন দিন কাজে কর্মে অলসতা তৈরি হবে, যেকোনো কাজ একের অধিকবার চেষ্টায় সাফল্য পাবেন।
১৫.উত্তর পশ্চিম বা বায়ু কোন ঃএই জোনটা সমস্যা থাকলে পরিবারে অর্থসঙ্কট দেখা দেয়,ব্যাংক,বিমা বা সমিতির কাজে গোলমাল তৈরি হয়,লোন নেওয়ার ক্ষেত্রে যেমন কষ্ট তেমনি লোন পরিশোধ করা আরও কষ্ট। এই জোনে বাথরুম,রান্না ঘর,যন্ত্রপাতি, ইলেকট্রিক মিটার কোন মতেই রাখা ঠিক নয়।সাদা রঙের জোড়া ঘোড়া রাখতে পারেন।
১৬. উত্তর -উত্তর পশ্চিম ঃএই জোনটা সমস্যা থাকলে মানুষের প্রতি মানুষের, ঘৃণা জন্মে,পরোকিয়ায় জড়িয়ে পড়তে পারে স্বামী বা স্ত্রী , অবৈধ কাজকর্মে লিপ্ত হতে পারে,যৌন রোগে আক্রান্ত হতে পারেন।মানুষ দেখলে মূল্যায়ন করতে চায়না,সমালোচনার স্বীকার হতে পারেন।

No comments:

Post a Comment

If you are getting more information from civilengineerfriend page please give your comments. Share the page information in your whatsapp group. Subscribe our page to get more information.