আজ বাস্তু শাস্ত্র সম্পর্কিত নুতন একটি পোস্ট লিখছি । আশা রাখি এর মাধ্যমে কিছু উপকার সাধিত হবে। পোস্ট টির বিচারের ভার বাস্তু শাস্ত্র নিয়ে পাঠ রত ভাই বোন দের উপর ন্যস্ত রইলো।
বাসগৃহ নির্মাণের জন্য ভূমি যেমনস্থান, ক্ষেত্র , মাটির প্রকৃতি ,ভূমির গঠন , আকৃতি ইত্যাদির উপর শুভাশুভ নির্ভর করে , ঠিক তেমনি পরিমাপ নির্ণয়ের মাধ্যমেও বাসগৃহ নির্মাণ কারীর শুভাশুভ অনেকাংশে নির্ভর করে । একদিকে যেমন পরিমাপের তুলনায় কম আয়তনের ক্ষেত্র বা ভূমি বাস্তু গৃহ নির্মাণে অসুবিধা তৈরি করে । ঠিক তেমনি গৃহ নির্মাণের পর বিবিধ অসুবিধার সম্মুখীন হতে হয়।
বাস্তু শাস্ত্র অনুযায়ী ভূমি ক্রয়ের বিষয়ে যে বিধান দেওয়া আছে , তা হল -
"" আয়ামপরিনাহভ্যাং যোহন্ক পিন্ডহভিজায়তে।
অষ্টাদশ হৃতেচৈব শেষে বাস্তু যথাক্রমম ।।"
- অর্থাৎ ,বাস্তু গৃহ নির্মাণ কারী নিজ হাতের চার হাত পরিমান দণ্ডের দ্বারা বাস্তুভূমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্নয় করত যোগ করিয়া যে অঙ্ক পাওয়া যাবে সে অঙ্ক টিকে 18 দ্বারা ভাগ করিতে হবে । ভাগশেষ যা থাকবে হবে নির্মিত বাড়ির ফলাফল হবে নিন্মরূপে -
ভাগশেষ
1 থাকলে , ফল - ক্ষেম , মানে সবদিক দিয়ে শুভ ।
2 থাকলে - ফল ভয়ঙ্কর , মানে সবদিক দিয়ে অশুভ ।
3 থাকলে ভব্য মানে শুভ , শ্রেষ্ঠ , মঙ্গল সূচক
4 থাকলে শোক কৃৎ , মানে অশুভ ।
5 থাকলে বিজয় মানে জয় , সফলতা ।
6 থাকলে শুচি মানে পবিত্র ভূমি ।
7 থাকলে বংশ কৃৎ মানে বংশের স্থায়িত্ব কারক।
8 থাকলে পাপকারী মানে গৃহ কর্তা পাপ কর্মে রত হবে।
9 থাকলে বিকারী মানে অশুভ , গৃহকর্তার মানসিক বিকার গ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকবে ।
10 থাকলে শোভন মানে শুভ ও কল্যাণ যুক্ত।
11 থাকলে শিব মানে সুখ শান্তি ও মঙ্গল সূচক ।
12 থাকলে কুপণ মানে , গৃহকর্তা কুপণ ও পেঁচাল স্বভাব যুক্ত হবে । যে কোন কাজ হতে বিলম্ব হবে ।
13 থাকলে কামদ , মানে কামনা বাসনা পূর্ণ মনোভাব ।
14 থাকলে ধুম বা ধোয়াচ্ছন্ন , মানে কাজ ধোঁয়াশা পূর্ণ থাকবে ।
15 থাকলে ধৌম্যা , মানে শুভ ।
16 থাকলে ধনহারি মানে ধন নাশ হবে।
17 থাকলে ধনদ মানে শুভ , গৃহ কর্তা ধন শালী হবে।
0 বা 18 থাকলে , সুখকৃত , মনে সকল উন্নতিকারক ও সকল কাজে শুভ ফল প্রাপ্তি হবে।
সংক্ষিপ্ত ভাবে , অবশিষ্ট সংখ্যা দি ক্ষেম , শোভন , শিব ,কামদ , ধনদ , সুখকৃত শুভ ও ধোম্যা হলে গৃহ কর্তার জন্য শুভ ও মঙ্গল কারী হয়ে থাকে।
এক্ষেত্রে উল্লেখ্য যে, বাস্তু ভূমি ক্রয় বাস্তুবিদের বিশেষ পরামর্শে ই করা উচিত। তাতে বাস্তু ক্রয় ও গৃহ নির্মাণ করে কারীর নিশ্চিত শুভ ফল প্রাপ্তি হবে। ।
Today I am writing a new post related to Vastu Shastra. Hope this will be of some benefit. The burden of judging the post rested on the brothers and sisters studying Vastu Shastra.
The good luck depends on the location, field, nature of the soil, structure, shape etc. of the land for building the house, similarly the good luck of the house builder depends to a large extent on the measurement. On the one hand, small area or land compared to the measurements creates difficulty in building a Vastu house. Similarly, after the construction of the house, various difficulties have to be faced.
According to Vastu Shastra, the provisions regarding land purchase are -
"" ayamparinahvang johank pindhvijayate.
At the end of the Eighteenth Hritechaiva Vastu Yayakramam.."
- That is, the builder of the Vastu Griha should measure the length and width of the Vastu Bhoomi with his own hand measuring stick and divide the number by 18. The final result of the constructed house which will remain will be as follows –
the end
If there is 1, Fal-Kshem means good in all respects.
If there are 2 - the result is terrible, means inauspicious in every way.
If there is 3, Bhavya means auspicious, best, good indicator
If there are 4, then it means inauspicious.
If there is 5, victory means victory, success.
If there is 6, Shuchi means holy land.
If there is 7 Vamsa Krit means stability factor of Vamsa.
If there are 8 sinners means the householder will engage in sinful activities.
If 9 is malefic means inauspicious, the lord of the house will be likely to suffer from mental disorders.
If there is 10 Shobhan means auspicious and associated with welfare.
If there is 11, Shiva means happiness, peace and prosperity.
If there is 12 kupana means, householder kupana and twisted nature will be added. Any work will be delayed.
13 If there is Kamad, it means the attitude full of desire.
14 If there is smoke or smoke, it means that the work will be full of smoke.
If there are 15 Dhoumya, it means good.
If there is 16 Dhanhari means loss of wealth.
If 17 Dhanad means auspicious, the lord of the house will be wealthy.
If 0 or 18, happy, all improver in mind and good results in all works.
In short, the remaining numbers are auspicious and benefic for the lord of the house if they are Kshem, Shobhan, Shiva, Kamad, Dhanad, Sukhkrita Shub and Dhomya.
In this case, it should be noted that the purchase of Vastu land should be done with the special advice of the ecologists. In that, by buying Vastu and building a house, the person will get sure good results. .
No comments:
Post a Comment
If you are getting more information from civilengineerfriend page please give your comments. Share the page information in your whatsapp group. Subscribe our page to get more information.