A Scriptural Solution to Financial Crisis as per Vastu consultant - civilengineer friend

SSC JE 2019 QUESTIONS AND ANSWERS

civilengineer friend

Civilengineer friend no one website Civil engineering Subjects tutorial Learn Civil Engineering online Building construction Building material Bricks Cement Concrete technology Irrigation engineering R.C.C. Structure design Limit State Method Working Stress method Strength of material SFD and BMD Surveying Theory of structure Architects I Engineers I Developer Assure Quality With Excellence

test banner

Thursday, 23 May 2024

A Scriptural Solution to Financial Crisis as per Vastu consultant

 Many of us spend a lot of time in financial trouble, the income is not right, we can't manage the family in any way, and even if we have income, the expenses are increasing and even the savings are falling, we don't even think about it, according to Hindu scriptures, some of our bad habits and ignorance about scriptures. We are responsible for this situation. Let us learn and correct ourselves scripturally.


1 => Avoid dirtying the bathroom and after using the bathroom, wet floors should also be wiped.

2 => It is also stated in the scriptures that food should not be wasted during lunch and dinner, and plates should be washed very quickly after eating and kept in a certain place.

3 => Wake up in the morning and make the bed.

4 => Many people go to sleep late at night. It invites bad luck.

5 => Lakshni gets angry if he spits everywhere and makes the surrounding area dirty.

6 => According to the scriptures, wiping the house after sunset means erasing one's good fortune.

7 => House sewers or drains have to be covered.

8 => According to scriptures north is the abode of deities and wealth is there. This aspect should be kept open and clear.

9 => Many people do not open the window of the house day after day. According to scriptures it is a sign of bad luck.

10 => All clocks in the house should be observed to work properly. Otherwise, luck will not come, but misfortune will come.

11 => Let there be no pigeon nest in the house. Pigeon nests act as a root of financial uncertainty and poverty.

12 => Having a beehive in the house means bringing poverty and misfortune. So if you have hives at home, break them.

13 => Cobwebs not only make the house dirty, but also bring bad luck in married life.

14 => If the walls of the house are cracked, broken or cracked, according to Vastu, it has bad luck.

15 => Constantly gurgling water from a faucet in the house not only draws negative energy into the house but also reduces the positive energy inside your home.

16 = > An electrical wire in the house hanging loose from the wall, or a loose connection problem in an electrical appliance can be a cause of misfortune.

17 => Keeping a cactus or thorn tree in the house or decorating the house with it can bring depression to some people of that house.

আমরা অনেকেই অনেক সময় আর্থিক অনটনে কাটাই, আয় ঠিক নয় , কোনওভাবেই সংসার চালাতে পারছি না , আবার আয় হলেও ব্যয় বেশী হয়ে যাচ্ছে এমনকি সঞ্চয়েও হাত পড়ে যাচ্ছে , এমন কি আমরা ভেবেও কুল পাচ্ছি না , হিন্দু শাস্ত্রমতে আমাদের কিছু কু-অভ্যাস এবং শাস্ত্র সম্পর্কে অজ্ঞতাই আমাদের এই অবস্থার জন্য দায়ী। আসুন , জেনে নিই এবং শাস্ত্রসম্মত ভাবে সংশোধন করি নিজেদের ------

১ => বাথরুম নোংরা করা থেকে বিরত থাকতে হবে এবং বাথরুম ব্যবহার করার পরে জলে ভিজে থাকা মেঝেও মুছে ফেলা দরকার।
২ => দুপুর ও রাত্রে খাবার সময় খাবার নষ্ট করাটা উচিত নয়, তেমনই খাওয়া-খাওয়ার পরে অতি দ্রুত প্লেট ধুয়ে নির্দিষ্ট স্থানে রাখা উচিত বলেও শাস্ত্রে বর্ণিত আছে।
৩ => সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে রাখতে হবে।
৪ => বহু মানুষই অনেক রাত করে ঘুমোতে যান। এতে দুর্ভাগ্যকে আহ্বান করা হয়।
৫ => যত্রতত্র থুতু ফেলে আশপাশের জায়গা নোংরা করলে লক্ষ্ণী রুষ্ট হন।
৬ => শাস্ত্রমতে সূর্যাস্তের পরে ঘর মোছা বা ঘর ঝাড়ার অর্থ নিজের সৌভাগ্যকে মুছে ফেলা বলে দাবি করা হয়েছে শাস্ত্রে।
৭ => বাড়ীর পয়ঃপ্রণালী বা ড্রেন ঢেকে রাখতে হয়।
৮ => শাস্ত্রমতে উত্তরদিকে দেবতাদের বাস এবং সেখানে ধনসম্পত্তি থাকে। এই দিকটি খোলা ও পরিস্কার রাখা উচিৎ।
৯ => বহু মানুষই ঘরের জানলা দিনের পর দিন খোলেন না। শাস্ত্রমতে এটা দুর্ভাগ্যের লক্ষণ।
১০ => ঘরের সমস্ত ঘড়ি যেন ঠিকমতো কাজ করে তা নজরে রাখা উচিত। নচেৎ , সৌভাগ্য তো আসবেই না , বরং নেমে আসবে দুর্ভাগ্য।
১১ => বাড়িতে যেন কিছুতেই কোনও পায়রার বাসা না থাকে। পায়রার বাসা আর্থিক অনিশ্চয়তা ও দারিদ্র্যের মূল হিসেবে কাজ করে।
১২ => বাড়িতে মৌচাক থাকার অর্থ , দারিদ্র্য ও দুর্ভাগ্যকে টেনে আনা। কাজেই বাড়িতে মৌচাক থাকলে তা ভেঙে ফেলুন।
১৩ => মাড়সার জাল শুধু যে ঘর নোংরা করে তা-ই নয়, এটি সাংসারিক জীবনে টেনে আনে দুর্ভাগ্যও।
১৪ => বাড়ির দেওয়াল যদি চটা ওঠা , ভাঙা চোরা কিংবা ফাটল ধরা তবে , বাস্তু মতে , তা ভাগ্যে কুপ্রভাব ফেলে।
১৫ => বাড়ির কোনও কল থেকে জল ক্রমাগত টুপ টুপ করে জল চুঁইয়ে পড়লে শুধু যে তা বাড়িতে নেতিবাচক শক্তি টেনে আনছে তা-ই নয় , আপনার বাড়ির ভিতরের ইতিবাচক শক্তিকেও হ্রাস করছে।
১৬ = > বাড়ির কোনও বৈদ্যুতিক তার আলগা হয়ে দেওয়াল থেকে ঝোলা , কিংবা কোনও বৈদ্যুতিক যন্ত্রে লুজ কানেকশনের সমস্যা দুর্ভাগ্যের কারণ হতে পারে।
১৭ => বাড়ীতে কোনও ক্যাকটাস বা কাঁটাগাছ রাখা বা তা দিয়ে ঘর সাজানো ঐ বাড়ীর কিছু মানুষের মনে অবসাদ আনতে পারে।

No comments:

Post a Comment

If you are getting more information from civilengineerfriend page please give your comments. Share the page information in your whatsapp group. Subscribe our page to get more information.